চট্টগ্রামে মহিউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি আইনুল আলম ডিউককে আটক করেছে র্যাব। সোমবার নগরের বন্দর থানার বরখান পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিউক দক্ষিণ মধ্যম হালিশহরের জাহাঙ্গীর আলমের ছেলে। র্যাব জানায়, নগরের সল্টগোলা এলাকায় ২০১৮ সালে ডিউক ও সহযোগীরা মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। র্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।