ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত অবস্থায় লোকোমোটিভ (ইঞ্জিন) বিকল হয়ে ট্রেন থেমে যাওয়ার ঘটনা ঘটেছে। প্রায় ২ ঘণ্টা পর অন্য ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চালানো হয়। গতকাল সকালে সদর উপজেলার চিনাইর এলাকায় চট্টলা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চিনাইর এলাকায় পৌঁছালে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। চলন্ত অবস্থায় ট্রেনটি সকাল ১০টা ২২ মিনিটে থেমে যায়। পরে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে ট্রেনটি চালানো হয়।