নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা, দোকানপাট উচ্ছেদ ও ২৬ শতাংশ ভূমি দখলমুক্ত করা হয়েছে। চৌমুহনী স্টেশন এলাকায় গতকাল এ উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। এখনো কোটি কোটি টাকার সম্পতি বেদখল রয়েছে বলে জানা গেছে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে চৌমুহনী স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে এ অভিযান চালানো হয়। অভিযানে ১০৭টি স্থাপনা ও ২৬ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রে ও বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন বলেন, ‘আমরা মূলত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি।’