গাজীপুরে বন মামলায় প্রক্সি হাজিরা দিতে গিয়ে কারাগারে গেলেন সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবক। তিনি কালিয়াকৈর উপজেলার মোথাজুড়ী তালচালা গ্রামের রহিম বাদশার ছেলে। গাজীপুর কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান, আসামি এন্ট্রি করার সময় নাম সাত্তার বলেছেন, তাই সন্দেহ করিনি। পরে বায়োমেট্রিক পরীক্ষা করে জানতে পারি তিনি আসলে সাত্তার না, সাইফুল। বিষয়টি আমরা আদালতে চিঠি পাঠিয়ে জানিয়েছি। বন মামলা পরিচালক নূর মোহাম্মদ জানান, রবিবার বন আদালতে একটি মামলায় প্রধান আসামির প্রক্সি দিতে গিয়ে আটক হন তিনি (সাইফুল)। ওই মামলার প্রকৃত আসামি ছিলেন একই গ্রামের আফজাল উদ্দিনের ছেলে সাত্তার মিয়া (৪৫)। নূর মোহাম্মদ আরও জানান, কালিয়াকৈরের কাচিঘাটা রেঞ্জের সদর বিটে চলতি বছর সাত্তার মিয়ার নামে বন আইনে মামলা হয়। মামলার ধার্য তারিখে বিবাদীর আইনজীবী শ্যামল সরকার ১৫ হাজার টাকা চুক্তিতে জামিনের কথা বলে সাইফুলকে ছাত্তার পরিচয়ে আদালতে হাজির করেন।
বিষয়টি ধরা পড়লে আসামির আইনজীবী আদালত চলাকালে অনুপস্থিত থাকেন। সাইফুলকে কারাগারে পাঠান বিচারক।