গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করতে আসা দুই যুবকের হাতে প্রাণ গেছে বৃদ্ধ গাছ মালিকের। চুরি করতে দেখে বাধা দিলে চোরদের মারধরে মারা যান তিনি। নিহতের নাম মোয়াজ্জেম শিকদার (৬০)। মুকসুদপুর উপজেলার দিগনগরে সোমবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী দুজনকে আটক করে পুলিশে দিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক রাকিব ইসলাম জানান, মুন্না ও হাসিব নামে দুই যুবক রাত ৮টার দিকে ডাব চুরি করতে মোয়াজ্জেম শিকদারের বাড়ি যায়। টের পেয়ে গাছের মালিক দুজনকে ধরে ফেলেন। নিজেদের ছাড়িয়ে নিতে তারা মোয়াজ্জেমকে কিল-ঘুসি মারে। একপর্যায়ে ধাক্কা দিলে তিনি পড়ে গুরুতর আহত হন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে ফখরুল ইসলাম মনজু (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় গতকাল থানায় মামলা হয়েছে। মনজু একাধিক মামলার আসামি বলে জানিয়েছেন পুলিশ। বিকালে মামলার বিষয় নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ওসি এম এ বারী। সোমবার পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের বাবা বদিউজ্জামান বাদী হয়ে আটজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও আটজনকে আসামি করে মামলা করেছেন। ওসি এম এ বারী বলেন, ‘মামলা নেওয়া হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।
পুলিশ আসামি গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।’ নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানান, সোমবার সকাল ৬টার দিকে মনজু তার বড় বোন শাহনাজ আক্তার টুম্পার অসুস্থ মেয়েকে দেখতে তাদের বাড়ি যান। সেখান থেকে ফেরার পথে হাজীপুর ইউনিয়নের মান্দারবাড়ি এলাকায় ওত পেতে থাকা ১৫-২০ জন সিএনজিচালিত অটোরিকশায় থাকা অবস্থায় তাকে কোপ দেয়। তিনি সিএনজি থেকে পড়ে গেলে তারা বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।