গাজীপুরের একটি পোশাক তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিসে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে কারখানা খুলে দেওয়া এবং কিছু দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।
কারখানার শ্রমিক ও শিল্পপুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকার পিএন কম্পোজিট লিমিটেড কারখানার এক শ্রমিক গত রবিবার জরুরি কাজে কারখানা থেকে বাইরে যান। কাজ শেষে ফিরে এলে কয়েকজন কর্মকর্তার সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরদিন সোমবার শ্রমিকরা কয়েকজন কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। কোনোভাবেই শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি কারখানা কর্তৃপক্ষ। বিকালে শ্রমিকরা চলে গেলে কর্তৃপক্ষ রাতেই সিদ্ধান্ত নিয়ে কারখানা বন্ধের নোটিস প্রধান ফটকে সাঁটিয়ে দেয়। কারখানার ম্যানেজার তাপস বলেন, বিষয়টি একাধিকবার সমাধানের চেষ্টা করলেও শ্রমিকরা কথা না শোনে সোমবারও কাজ বন্ধ করে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। পরে কর্তৃপক্ষ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, শ্রমিক এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে সকাল ৯টার দিকে শ্রমিকরা কারখানা এলাকা ত্যাগ করে।