জামালপুরে গ্যাস্টিকের বড়ি ভেবে ইঁদুর মারার বিষ খেয়ে দুই বেয়াইয়ের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার বানিয়াপাড়া গ্রামে রবিবার রাতে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- বানিয়াপাড়া গ্রামের মকজল হোসেনের ছেলে কানকু মিয়া এবং একই গ্রামের তার বেয়াই কমল মিয়া। স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যায় কমল মিয়ার বাড়িতে দুই বেয়াই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে গিয়ে ভুল করে ঘরে রাখা ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর অসুস্থ হলে প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মরা যান কানকু মিয়া। ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় কমল মিয়ার।
দেওয়ানগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস্ট্রিকের ও ইঁদুর মারার ট্যাবলেট একই রকম দেখতে ছিল। ভুল করে দুই বেয়াই ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন। পরিবারের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।