কালিয়াকৈরে জাতীয় নির্বাচনে মনোনয়ন ঘিরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় কয়েকটি নির্বাচনি প্রচার অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর-১ (কালিয়াকৈর ও মহানগরীর একাংশ) আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমানকে মনোনয়ন দেয়। এতে মনোনয়নপ্রত্যাশী ইশরাক সিদ্দিকীর সমর্থকরা গতকাল উপজেলার রাখালিয়াচালা এলাকায় বিক্ষোভ মিছিলের ডাক দেয়। কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ১০-১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়। মনোনয়নবঞ্চিত চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর দাবি, এ আসনের মনোনয়ন ঘিরে এলাকার স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। তারই প্রতিফলন হিসেবে বিক্ষোভ করার কথা ছিল। মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরা তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ অস্বীকার করে মজিবুর রহমান জানান, তার কর্মীরা ওই এলাকায় প্রচার চালাচ্ছিলেন। হঠাৎ দুষ্কৃতকারীরা তাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।