নারায়ণগঞ্জের সোনারগাঁয় গভীর রাতে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। উপজেলার কাঁচপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পাঠাত্তা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই এলাকার আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিনের ফ্ল্যাটে শুক্রবার গভীর রাতে বিস্ফোরণ হয়। এ ঘটনায় দগ্ধরা হলেন- আলাউদ্দিন (৩৫), তাঁর মা জরিনা বেগম (৬৫), আলাউদ্দিনের দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও শিমলা আক্তার (৪)। তাদের গুরুতর আহত অবস্থায় রাতেই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক শাওন বিন রহমান জানান, আহতদের শরীরের উল্লেখযোগ্য অংশ পুড়ে গেছে এবং তাদের নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। এলাকাবাসী জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের লাইনে দীর্ঘদিন ধরে গ্যাস জমে সেখানে লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাসের চাপ কম। অনেক সময় চুলাই জ্বলে না এবং লিকেজের সমস্যা হরহামেশাই ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ঘটনার পরই দগ্ধদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।