বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার তাদের আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শিবগঞ্জ উপজেলার সাব্বিরজান মোড়ে একটি যাত্রীবাহী বাস থেকে ২ হাজার পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ মুনজুল হক (৪৫) নামে একজনকে আটক করে। এ ছাড়া শাজাহানপুরের বেতগাড়ী থেকে ২ হাজার পিস ইয়াবাসহ মনির আহমদ (৪৬) নামে আরেক কারবারিকে আটক করা হয়।