অবৈধ পথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবির ঘটনায় মাদারীপুরের রাজৈর ও শিবচরের দুই যুবক নিখোঁজ রয়েছেন। এক মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর গত বৃহস্পতিবার রাতে দালাল চক্রের মাধ্যমে আসে এ দুঃসংবাদ। এতে পরিবারে চলছে মাতম। স্থানীয় সূত্র জানায়, রাজৈর উপজেলার আমগ্রাম পশ্চিম তেলিকান্দির ছামির শেখ (২০) নিখোঁজদের একজন। ১৫ নভেম্বর লিবিয়া উপকূলে নৌকাডুবির পর থেকে তার কোনো সন্ধান নেই। একই গ্রুপে থাকা লিবিয়া থেকে ফিরে আসা জামাল সর্দার জানান, সাগর পাড়ি দেওয়ার সময়ই ছামির নিখোঁজ হন।
পরিবার জানায়, গোপালগঞ্জের ছাগলছিড়ার দালাল ইলিয়াসের মাধ্যমে ১৯ লাখ টাকায় ইতালি পাঠানোর চুক্তি হয়। ১৬ লাখ টাকা অগ্রিম দেওয়ার পর ছামিরকে পাঠানো হয় লিবিয়ায়। ছামির পরিবারের কাছে শেষবার বলেছিল-‘মা ৩০ ঘণ্টা যোগাযোগ করতে পারব না। দোয়া করবেন।’ এরপর থেকে ফোন বন্ধ। নিখোঁজ অপর যুবক হলেন শিবচরের বহেরতলা দক্ষিণ ইউনিয়নের নিশাত মাতুব্বর। শনিবার নিশাতের বাড়ি গিয়ে দেখা যায়, স্বজনরা আহাজারি করছেন। ছয় মাসের সন্তান কোলে নিয়ে নির্বাক স্ত্রী মেহেনাজ। মা সাবিনা বেগম বারবার মূর্ছা যাচ্ছেন।
পরিবার জানায়, স্থানীয় কুদ্দুসের মাধ্যমে ২২ লাখ টাকার চুক্তিতে অক্টোবরের শুরুতে মিসর হয়ে লিবিয়া যান নিশাত। ১০ নভেম্বর ‘গেম’ দেওয়ার পর থেকেই তার ফোন বন্ধ। এক মাস যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর বৃহস্পতিবার আসে নৌকাডুবির খবর। রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক বলেন, পরিবার আইনগত সহায়তা চাইলে প্রশাসন পদক্ষেপ নেবে। শিবচর থানার ওসি রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্র জানায়, ছামির শেখ আর নিশাত মাতুব্বরই নয়, ওই নৌকাডুবিতে শিবচরের আরও দুজন নিখোঁজ হয়েছেন। তারা হলেন বাঁশকান্দির ফারহান খান রোমান ও শেখপুরের মুন্না। তাদের বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।