নোয়াখালীর সদর উপজেলার সোনাপুরে বিআরটিসি ডিপোতে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাস দুটি পুড়ে গেছে। বুধবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সোনাপুর বিআরটিসি ডিপোতে ২১টি বাস ছিল। রাতে দুটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা সটকে পড়ে। এলাকাবাসী ও মাইজদী ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গুলবাহার’ ও ‘মালতি’ নামে বাস দুটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে ব্যবহার করা হতো। ওসি মো. কামরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা দেখা হচ্ছে।