দিনাজপুরের নবাবগঞ্জে মঙ্গলবার রাতে আগুনে পুড়ে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। এ ছাড়া পুড়ে গেছে ১১টি বসতঘর ও গোয়ালঘরে থাকা সাতটি গরু।
অন্যদিকে গতকাল নারায়ণগঞ্জে কারখানার গোডাউন ও মুন্সিগঞ্জে দুই বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর- দিনাজপুর : নবাবগঞ্জে আগুনে ১১টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এ সময় পুড়ে এক বৃদ্ধ ও সাতটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধের নাম রইচ উদ্দিন (৭০)। তিনি গুচ্ছগ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় গুচ্ছগ্রামের একটি ঘরে আগুন লাগে। নারায়ণগঞ্জ : গতকাল বন্দর উপজেলায় আয়েশা ইপিএস ইনসোলেশন নামে একটি ককশিট তৈরির কারখানা ও গোডাউনে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মুন্সিগঞ্জ : সকালে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।