দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের খবর-
কুমিল্লা : হোমনায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ফাইজা আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ চত্বরের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফাইজা ওজিরপুর উপজেলার পুটিয়া গ্রামের ফাইজুল হকের মেয়ে। তার বাবা হোমনা উপজেলায় একটি ওষুধ কোম্পানিতে চাকরির সুবাদে ভাড়া বাসায় থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শিশু ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে দুর্ঘটনার সময় সহকারী কমিশনার (ভূমি) গাড়িতে ছিলেন। হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের বলেন, ‘দোষীর সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করা হবে।’
নড়াইল : কালিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ইনায়েত হোসেন (৬৬) নামে এক বৃদ্ধ নিহত গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ইনায়েত হোসেন বাংলাদেশ প্রতিদিনের নড়াইল জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেনের বড় ভাই। তার বাড়ি জেলার কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে।
মাগুরা : মাগুরা সদর উপজেলার মালিকগ্রামে বিকালে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আবদুর রহিম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সে শহরের স্টেডিয়াম পাড়ার মাহবুবুর রহমানের ছেলে।
লালমনিরহাট : লালমনিরহাটে গতকাল বিআরটিসি বাস ও ব্যাটারিচালিত অটোর সংঘর্ষে মর্জিনা খাতুন (৩৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন।
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি পলি ফাইবার কারখানায় ট্রলির নিচে চাপা পরে মার্জিয়া বেগম নামে এক নারী কর্মী মারা গেছেন। গতকাল উপজেলার ভূনবীর ইউনিয়নের সরকার বাজার এলাকায় রশনী পলি ফাইবার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
মার্জিয়া পাত্রীকুল গ্রামের তেপাড়া এলাকার আবদুল হাসিম মিয়ার মেয়ে। তিনি ওই কারখানায় পরিচ্ছন্নতাকর্মী ছিলেন।