উখিয়ায় বিজিবির অভিযানে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। উখিয়া ৬৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন গতকাল সকালে এ তথ্য জানান। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ১০ কোটি ৮০ লাখ টাকা। তথ্যমতে, গোপন খবরে পালংখালী বিওপির বিশেষ টহল দল বুধবার রাতে ফারির বিল নামক স্থানে অবস্থান নেয়। রাত সাড়ে ১২টার দিকে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখেন তারা। টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিদের হাতে থাকা তিনটি কালো ব্যাগ ফেলে রেখে দ্রুত দৌড়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। ব্যাগগুলোর ভিতরে স্কচটেপ মোড়ানো ৩৬ কাট (৩ লাখ ৬০ হাজার) পিস ইয়াবা পাওয়া যায়।
চোরাকারবারিদের গ্রেপ্তারে রাতভর ওই এলাকায় অভিযান পরিচালনা করেও কাউকে আটক করা যায়নি। লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। জব্দ ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হবে।