উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবি, পুলিশ ও র্যাবের অভিযানে সাত দিনে ৮ লাখ ৪১ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মিয়ানমার নাগরিকসহ ১৬ জনকে। এর মধ্যে গতকাল সর্বশেষ টেকনাফ থেকে ৯০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করে র্যাব। র্যাব-১৫-এর সহকারী পরিচালক আ ম ফারুক গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, টেকনাফ মিঠাপানির ছড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা, দুটি বাটন ফোনসহ দুই মাদককারবারিকে আটক করা হয়েছে। তারা হলেন- মিঠাপানির ছড়ার আবদুল্লাহ (২৭) ও আনোয়ারা বেগম (৩৫)। এদিকে টেকনাফ-২ বিজিবি ছয়টি বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ ৪১ হাজার ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১০ কারবারিকে গ্রেপ্তার করেছে। বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার নাফ নদ থেকে পলিথিনের ব্যাগে অভিনব পদ্ধতিতে মোড়ানো ৫৭ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সোমবার গভীর রাতে দমদমিয়া ও বড়ইতলীর বিপরীতে নাফ নদ থেকে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাকিম আলী (৫৪) নামে এক কারবারিকে আটক করা হয়। হাকিম আলীর বাড়ি মিয়ানমারে আকিয়াব মাংগালায়।
এদিকে মরিচ্যা চেকপোস্টে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ সাফায়েত উল্লাহ (২৭) নামে একজনকে আটক করে রামু ব্যাটালিয়ন বিজিবি। একই দিন টেকনাফে মুরগির খামার থেকে ৫০ হাজার ইয়াবাসহ মো. শামীম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রবিবার উখিয়া-৬৪ বিজিবি হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় মাদক বহনের অভিযোগে মাহমুদুল আমিন (২৭) নামে এক যুবককে আটক করা হয়।
শুক্রবার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মরিচ্যা চেকপোস্টে অভিযান পরিচালনা করে ৬০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ হেলাল উদ্দিন (৫৩) নামে একজনকে আটক করেছে। রবিবার হোয়াইক্যং চেকপোস্টে স্কচ টেপ মোড়ানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ব্যাটালিয়ন মিয়ানমার থেকে ইয়াবাসহ প্রবেশকালে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
উখিয়া-৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।