রাজধানীর শাজাহানপুরের আমতলা এলাকায় ছুরিকাঘাতে আছমা (৩৬) নামে এক নারী ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে আমতলা মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধারকারী পথচারী জুনায়েদ হাসান বলেন, ভোরে আমতলা মসজিদের কাছে তিনি আছমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি মিলে ধারালো ছুরি দিয়ে ওই নারীকে ডান হাতে ও মাথায় আঘাত করে পালিয়ে যায় বলে তিনি জানান।
পরে আহত আছমাকে উদ্ধার করে সকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
বিডি-প্রতিদিন/তানিয়া