রাজধানীর চকবাজারে নববিবাহিত এক গৃহবধুকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিন হাসানকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে অসুস্থ ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. রুশদ হাসান।
অভিযোগে ভুক্তভোগীর বাবা জানান, চলতি মাসের ৫ ডিসেম্বর মেয়ের বিয়ে দেওয়া হয়। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ইসলামবাগের বাসিন্দা রবিন হাসান তাদের ভাড়া বাসায় ঢুকে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীকে ধর্ষণ করে। এ সময় রবিনের সহযোগী ইমন ভুক্তভোগীর স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলাদা কক্ষে আটকে রাখে এবং ঘটনার আগে সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
পরি চিৎকার শুনে স্থানীয়রা পরিস্থিতি টের পেয়ে রবিনকে আটক করে ৯৯৯–এ ফোন দেয়। পরে চকবাজার থানা পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
ঘটনার পর বুধবার রাতে নববধুর স্বামী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। একই দিন দুপুরে পুলিশ ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ঢামেকে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/আশফাক