মতিঝিলের আরামবাগে এক অজ্ঞাতপরিচয় (৫০) ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় আরামবাগ করিম ভিলার চতুর্থ তলা থেকে পঞ্চম তলায় ওঠার সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী আরমান হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।
এসআই আরমান আরও জানান, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা গেছে চোর বা ছিনতাইকারী সন্দেহে ওই ব্যক্তিকে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের সারা শরীরে পিটুনির একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে।
পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছে।