ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে ফলের নথি হস্তান্তরের পর তা প্রকাশ করা হয়।
এ বছর মোট ১৩০টি আসনের বিপরীতে ছয় হাজার ৫২১ জন আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশ নেন পাঁচ হাজার ৩৫২ জন প্রার্থী।
তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০২ জন। সামগ্রিকভাবে পাশের হার দাঁড়িয়েছে ১১.২৫ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১৪৫ জন ছেলে শিক্ষার্থী এবং ৪৫৭ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে।
গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও অঙ্কন বিষয়ে প্রার্থীদের দক্ষতা যাচাই করা হয়।
পরীক্ষার ফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। পাশাপাশি টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক নম্বর থেকে DU FRT লিখে ১৬৩২১ নম্বরে পাঠালেও ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/কেএ