নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) কিং’স কলেজ লন্ডনের স্বনামধন্য শিক্ষাবিদ প্রফেসর ড. খোন্দকার মিরাজ রহমানকে ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগে ‘অধ্যাপকীয় ফেলো’ পদে নিযুক্ত করা হয়েছে। ওষুধ আবিষ্কার এবং সংক্রামক রোগ গবেষণার মতো অতি গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে এই কৌশলগত অংশীদারিত্বটি স্থাপিত হলো।
অধ্যাপক রহমান বর্তমানে যুক্তরাজ্যস্থ কিং’স কলেজ লন্ডন-এর স্কুল অফ ক্যান্সার অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর সঙ্গে যুক্ত রয়েছেন। সেখানে তিনি ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সে অ্যান্টিমাইক্রোবিয়াল গবেষণা থিম লিড হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইউকে-এর অন্যতম বৃহৎ শিল্প মামলা প্রশিক্ষণ কর্মসূচির ডক্টরাল প্রশিক্ষণ প্রোগ্রামের পরিচালক হিসেবে তার অভিজ্ঞতাসহ আন্তর্জাতিকভাবে অর্জিত জ্ঞান ও নেতৃত্ব তিনি এনএসইউ-তে নিয়ে আসছেন।
প্রফেসর ড. খোন্দকার মিরাজ রহমানের এই ফেলোশিপের মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম শুরু করা হবে, ডক্টরাল প্রার্থীদের সহ-তত্ত্বাবধান করা হবে এবং এনএসইউ-এর শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা আয়োজন করা হবে। ফলে বাংলাদেশে চিকিৎসা ও ফার্মাসিউটিক্যাল বিজ্ঞানের ক্ষেত্রে আরও অগ্রগতি সাধিত হবে।
বিডি প্রতিদিন/এমআই