ভারতের বিমান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা এবার পিছু হটেছে। পাইলটের বাধ্যতামূলক সাপ্তাহিক বিশ্রাম নীতি বাতিল করেছে তারা। ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোতে চলা সাম্প্রতিক ফ্লাইট পরিচালনা সঙ্কট মোকাবেলা করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার উড়ান-কর্মীদের কর্মঘণ্টার নিয়মের গুরুত্বপূর্ণ অংশ প্রত্যাহার করে নেয় ভারতের বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট-জেনারেল অফ সিভিল এভিয়েশন। এই নিয়মের প্রথম ধাপ কার্যকর হয়েছিল গত ১ জুলাই থেকে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছিল, সাপ্তাহিক বিশ্রামের পরিবর্তে কোনো ছুটি (যেমন, নৈমিত্তিক বা অর্জিত ছুটি) ব্যবহার করা যাবে না।
শুক্রবার বিকেলে একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বর্তমানে যে কার্যক্রমগত সমস্যা চলছে এবং বিভিন্ন বিমান সংস্থার পক্ষ থেকে তাদের পরিষেবা মসৃণ ও স্থিতিশীল রাখার যে আবেদন এসেছে, সেই কথা মাথায় রেখে উপরিউক্ত বিধানটি পর্যালোচনা করা জরুরি বলে মনে করা হয়েছে।
আজকের এই সংশোধনের ফলে বিমান সংস্থাগুলির জন্য পাইলট এবং কেবিন ক্রুদের রোস্টারিংর ক্ষেত্রে বড় সুবিধা এল। এখন থেকে, সাপ্তাহিক বিশ্রাম এবং উড়ান-কর্মীর নেওয়া অন্য কোনো ছুটির (যেমন অর্জিত ছুটি) মধ্যে আর কোনো পার্থক্য করা বাধ্যতামূলক নয়। অর্থাৎ, এখন একজন পাইলট যদি ৪৮ ঘণ্টার জন্য অর্জিত ছুটি নেন, তবে নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী সেই সময়টিকেও তার বাধ্যতামূলক সাপ্তাহিক বিশ্রাম হিসেবে গণ্য করা হবে। এই পদক্ষেপের ফলে কর্মীর অভাবজনিত কারণে ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতি সামাল দেওয়া অনেক সহজ হবে।
পাশাপাশি, নাইট-টাইম ফ্লাইটের ক্ষেত্রেও সাময়িক ছাড় বা অব্যাহতি দেয়া হয়েছে। এটা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। তবে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, এই সময়ের মধ্যে বিমান সংস্থাটিকে প্রতি ১৫ দিনে একবার করে পর্যালোচনার সম্মুখীন হতে হবে। নিয়মের সম্পূর্ণ সম্মতি নিশ্চিত করতে ৩০ দিনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ দাখিল করতে হবে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল