বিপাকে পড়েছে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো। একদিনেই সংস্থাটির ৫৫০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। কেবিন ক্রু সঙ্কট ও প্রযুক্তিগত জটিলতায় টানা তিন দিন ধরে এমন বিপর্যয় ঘটছে বলেই দাবি করেছে ইন্ডিগো।
ভারতীয় বিমান সংস্থাটি প্রতিদিন প্রায় দুই হাজার ৩০০ ফ্লাইট পরিচালনা করে। বুধবার তাদের নির্ধারিত সময়ে উড্ডয়ন অবতরণের হার ছিল ১৯ দশমিক ৭ শতাংশ। আগেরদিনও এটা ছিল ৩৫ শতাংশ।
বৃহস্পতিবার মুম্বাই বিমানবন্দরে ইন্ডিগোর অন্তত ১১৮টি ফ্লাইট বাতিল হয়েছে, ব্যাঙ্গালোরে ১০০টি, হায়দরাবাদে ৭৫, কলকাতায় ৩৫, চেন্নাইতে ২৬ ও গোয়াতে ১১টি ফ্লাইট। অন্যান্য বিমানবন্দরেও ফ্লাইট বাতিলের খবর পাওয়া গেছে।
২০ বছর বয়সী এয়ারলাইনটির জন্য এটি একটি রেকর্ড, বলছে এনডিটিভি। ইনডিগো জানিয়েছে, আগামী দুই তিনদিন আরও ফ্লাইট বাতিল হবে।
ইনডিগোর ফ্লাইট বাতিল, শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের ভোগান্তি চরম আকার ধারণ করে। কোনো কোনো যাত্রীদের লাগেজ পেতে ১২ ঘণ্টার বেশি সময় লেগেছে। কোথাও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষারত যাত্রীদের কোনো খাবার বা পানি না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ফ্লাইট কতক্ষণ দেরি হবে, কখন ছাড়বে তা নিয়ে বৃহস্পতিবার বেশিরভাগ বিমানবন্দরেই ইনডিগোর কর্মীরা কোনো সদুত্তর দিতে পারেনি। কোনো কোনো ক্ষেত্রে, যাত্রীদের কাছ থেকে বারবার সময় নিয়েও ফ্লাইট ছাড়তে পারেনি তারা।
বিডি প্রতিদিন/নাজমুল