গত ৫ আগস্ট শেখ হাসিনার জানাজা সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
তিনি বলেন, ২০২৪ সালের ১৪ জুন দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চারিত হয়েছিল— তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার। সেই দিনই ক্ষমতালোভী শেখ হাসিনার রাজনৈতিক জীবনের কফিনে শেষ পেরেক ঠুকে গিয়েছিল। বাকি ছিল শুধু জানাজা, যা হয়েছে ৫ আগস্ট।
বুধবার বিকেলে ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মামুনুল হক বলেন, পশ্চিম পাকিস্তানের শাসনামলে দীর্ঘদিন বাঙালির ওপর বৈষম্য ও নির্যাতন চালানো হয়েছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলার মানুষ সেই শোষকদের বিদায় দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু ষড়যন্ত্রের কারণে সেই বিজয়ের সুফল পুরোপুরি ঘরে তোলা সম্ভব হয়নি।
গণসমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখ। প্রধান বক্তা ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ মুহাম্মদ মামুনুর রশীদ খান।
বিডি-প্রতিদিন/শআ