বিএনপি তাদের ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি কমিটি গঠন করেছে। এ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, আর সদস্যসচিব হিসেবে নিযুক্ত হয়েছেন হাবিব উন-নবী খান সোহেল।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যরা হলেন- ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মাহদী আমিন, আমিনুল হক, মীর শাহে আলম, কৃষিবিদ হাসান জাফির তুহিন, আব্দুল মোনায়েম মুন্না, এসএম জিলানী, নুরুল ইসলাম নয়ন, শহীদুল ইসলাম বাবুল, রাজিব আহসান, অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, মো. আবদুস সাত্তার পাটোয়ারী, রাকিবুল ইসলাম রাকিব, মো. নাছির উদ্দিন, মাওলানা মো. সেলিম রেজা, অ্যাডভোকেট মাওলানা কাজী মো. আবুল হোসেন, ড. সাইমুম পারভেজ, ড. আব্দুল মজিদ এবং কামরুল ইসলাম।
বিএনপির এই পদক্ষেপের মাধ্যমে তারা দেশের উন্নয়নমূলক নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রমকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
বিডি প্রতিদিন/মুসা