রাজশাহী মহানগরীতে সড়ক শৃঙ্খলা জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহী মহানগর পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগর পুলিশ হেডকোয়ার্টারের সামনে ফেস্টুন ও বেলুন উড়িয়ে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন পুলিশ কমিশনার জিল্লুর রহমান।
এ বছর ট্রাফিক সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হলো- ‘সড়কে শৃঙ্খলা মানুন, নিরাপদ রাজশাহী গড়ুন।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম সহ আরএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/মাইনুল