হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখতে নতুন নিরাপত্তা ফিচার আনছে। নাম ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’, যা চালু করলে অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হবে। এটি বর্তমানে অ্যান্ড্রয়েডের সর্বশেষ বেটা সংস্করণে পরীক্ষাধীন। এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য এখনই উন্মুক্ত নয়।
হোয়াটসঅ্যাপ জানায়, যেসব ব্যবহারকারী সাইবার হামলা বা লক্ষ্যভিত্তিক হ্যাকিংয়ের ঝুঁকিতে আছেন, তাদের জন্য এই ফিচার বিশেষভাবে উপকারী হবে। একবার চালু করলে আলাদা করে প্রতিটি প্রাইভেসি সেটিংস পরিবর্তনের প্রয়োজন পড়বে না, একটি টগলেই সব নিরাপত্তাব্যবস্থা কার্যকর হবে। ফিচারটির মাধ্যমে অপরিচিত নম্বর থেকে ছবি, ভিডিও বা ডকুমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হবে না, ফলে ভাইরাস বা ম্যালওয়্যারের ঝুঁকি কমবে।
এ ছাড়া লিংক প্রিভিউ বন্ধ থাকবে, যাতে ব্যবহারকারীর আইপি ঠিকানা সুরক্ষিত থাকে। নতুন মোডে অপরিচিত নম্বরের কল নীরব থাকবে, গ্রুপে নতুন সদস্য যুক্ত করার ক্ষমতা সীমিত থাকবে এবং প্রোফাইল ছবি, স্ট্যাটাস ও লাস্ট সিন পরিচিতদের জন্য দৃশ্যমান হবে।
বিডি প্রতিদিন/এমআই