আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করেছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার।
মঙ্গলবার বিকাল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তার ভাষণ রেকর্ড শুরু হয়েছে। সাড়ে ৪টার দিকে এই রেকর্ড শেষ হয়েছে।
এর আগে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ইসি সচিব জানান, নির্বাচন-পূর্ব সার্বিক প্রস্তুতি আলোচনা শেষে সিইসি ও অন্যান্য কমিশনাররা একসঙ্গে বসে নির্বাচনের তফসিল ঘোষণার সময়সূচি চূড়ান্ত করবেন।
ইসি সচিবের মতে, নির্বাচন কমিশনের চলমান কার্যক্রমে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও অর্থবহ নির্বাচন আয়োজনের জন্য তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত