ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপি ২৭৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এর আগে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ অনেক দলই প্রার্থী ঘোষণা করেছে। তবে এবারের নির্বাচনে অন্যতম আকর্ষণ ইসলামী ঐক্য। জামায়াতসহ আট দল জোট না করলেও সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে বদ্ধপরিকর। এরই মধ্যে দলগুলো জুলাই জাতীয় সনদে আইনি ভিত্তি দিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনসহ পাঁচ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ করছে। আবার ‘এক আসনে এক প্রার্থী’ এ নীতি ভিত্তি করে নির্বাচনি মাঠে জোর প্রস্তুতিতে রয়েছে দলগুলো। আগামী সপ্তাহের প্রথম দিকে সমঝোতা বৈঠক হবে। বৈঠকেই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী। যদিও একসময় বিএনপির মিত্রই ছিল জামায়াত। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ দুই দলের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। এমন পরিস্থিতিতে জামায়াত ইসলামপন্থি দলগুলো নিয়ে রাজনৈতিক সমঝোতার দিকে এগিয়ে যায়। দলগুলো হলো চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন সমঝোতা হবে এলাকায় প্রার্থীর জনপ্রিয়তার ভিত্তিতে। সবার চাহিদা ও এলাকার অবস্থান অনুযায়ী সমঝোতা করে প্রার্থী দেওয়া হবে। যেসব দলের সঙ্গেই সমঝোতা হবে, আসন ছাড় কিংবা ত্যাগ ছাড়া ঐক্য হবে না। ইসলামি দল যারা একযোগে চলছে, সবার ক্ষেত্রে একই কথা। যেখানে যে দলের প্রার্থীর অবস্থান ভালো, সেখানে তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। আগামী সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ আট দলের বিভাগীয় সমাবেশ শেষ করে সমঝোতার বৈঠক হবে। ৬ ডিসেম্বর সিলেটে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করবে দলগুলো। এরপর ৭ ও ৮ তারিখের দিকে সমঝোতা বৈঠকে চূড়ান্ত করা হবে প্রার্থী। মোট কথা তফসিল ঘোষণার আগেই আট দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। যাঁরা জয়ী হয়ে আসতে পারবেন তাঁদের মনোনয়ন দেওয়া হবে বলেও জানান তাঁরা। এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ‘জামায়াতসহ আট দল সমঝোতার ভিত্তিতে নির্বাচনে প্রার্থী দেবে। এরই মধ্যে মাঠের জরিপ চলে এসেছে। তফসিল ঘোষণার আগেই বৈঠক হবে। বৈঠকে এক আসনে একক প্রার্থী ঘোষণা করা হবে।’ তিনি আরও বলেন, ‘আট দলের শরিকরা কেউই এখন আসনসংখ্যার ভাগাভাগিতে নেই, তারা এখন বিজয়ী হতে চান এবং ইসলামকে বিজয়ী করতে চান।
যাকে যেখানে মনোনয়ন দিলে জিতবেন, তাকেই চূড়ান্ত করবে আট দল।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘ইসলামি দলগুলো সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবে।’