সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা জানান। গভর্নর বলেন, আমাদের যে খারাপ ব্যাংকগুলো আছে, খারাপ আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, যেগুলো অচল হয়ে আছে, ডিপোজিটরদের টাকা দিতে পারছে না, সেগুলোকে তো আমাদের কিছু একটা করতে হবে। আমরা পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স প্রয়োগ করতে যাচ্ছি।
তিনি আরও বলেন, পাঁচটি ব্যাংকের মাধ্যমে আমরা নতুন একটি ব্যাংক তৈরি করব। আমরা আশাবাদী, এটা আগামী সপ্তাহে লঞ্চিং হয়ে যাবে।