বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আগামী রমজানে আমি কোনো ধরনের শঙ্কা দেখছি না। রমজানে যেসব পণ্য আমদানি হয়, ইতোমধ্যে এলসি (ঋণপত্র) চালু হয়ে গেছে এবং গতবারের তুলনায় বিভিন্ন পণ্যের ক্ষেত্রে ২০ শতাংশ, কোনো কোনো ক্ষেত্রে ৫০ শতাংশ বেশি। আমদানি বাড়লেও ডলারের ওপর চাপ পড়ছে না। ব্যাংকিং খাতে ডলারের কোনো অভাব নেই। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গভর্নর আরও বলেন, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ প্রয়োগ করে পাঁচ ব্যাংককে নিয়ে আমরা একটি শক্তিশালী নতুন ব্যাংক গঠন করছি। আশা করি, আগামী সপ্তাহেই এর আনুষ্ঠানিক সূচনা হবে। ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাংক তৈরি হচ্ছে। সরকারের সহযোগিতায় দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করে একটি সবল ব্যাংক গড়ে তোলা হচ্ছে।