নারায়ণগঞ্জে রিপন সরদার (৫০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে শহরের দেওভোগ এলাকার লেকের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত রিপন সরদারের বাড়ি বরিশাল জেলার উজিরপুরে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শহরের এক নম্বর বাবুরাইল তাঁতীপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
নারায়ণগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, স্থানীয় কাছ থেকে খবর পেয়ে সিটি পার্কের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না পানিতে ডুবে মৃত্যু, তা ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।
বিডি প্রতিদিন/কামাল