আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে তিনি বঙ্গভবনের উদ্দেশে রওনা হন। এ সময় তার সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। দুপুর ১২টা ৩০ মিনিটে রাষ্ট্রপতির সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
রেওয়াজ অনুযায়ী, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়ে থাকে। এরপর সিইসি বিটিভি ও বেতারের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি নাসির উদ্দিন।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, নির্বাচন কমিশনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘তফসিল ঘোষণার এখন শুধু সময়ের অপেক্ষা। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বুধবার পুরো কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে। সেদিনই সিইসির ভাষণ রেকর্ড হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল; পরে তা প্রচার করা হবে।’
এর আগেও, গত ৭ ডিসেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি ও চার নির্বাচন কমিশনার।
বিডি-প্রতিদিন/জামশেদ