মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চাকরিগত পদমর্যাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় ১০ গ্রেডে উন্নতির দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ ছিল।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের সদস্যরা।
ঢাকা মহানগরীর বিভিন্ন সরকারি হাসপাতাল পরিদর্শনকালে দেখা যায়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতি পালিত হয়েছে। তবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা স্বাভাবিকভাবে চলছিল।
সরকারি হাসপাতালে কর্মবিরতি চলাকালে রোগীদের রক্ত পরীক্ষা, এক্সরে, সিটি স্ক্যান ও এমআরআই করাতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক রোগী দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে বাধ্য হন।
স্বাস্থ্যকর্মীরা দাবি করেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় তাদের পদমর্যাদা ১০ গ্রেডে উন্নীত করা হলে পেশাদার মান উন্নয়ন এবং সেবা প্রদান আরও কার্যকর হবে।
কর্মবিরতি সম্পর্কিত বিষয়ে হাসপাতাল প্রশাসনের কোনও ধরনের মন্তব্য পাওয়া যায়নি।
সরকারি হাসপাতালগুলোতে পরীক্ষার কার্যক্রম বন্ধ থাকায় রোগীরা ভোগান্তির শিকার হলেও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা ও সেবা স্বাভাবিকভাবে চলছিল।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলছেন, তাদের পদমর্যাদা বাড়ানো না হলে ভবিষ্যতেও আন্দোলনের পথ অব্যাহত থাকবে।
এই কর্মসূচি স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলমান সমস্যা সমাধানে একটি সংকেত হিসেবে ধরা হচ্ছে।
সরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতি পালিত হওয়ায় রোগীরা নিজ নিজ সেবা কেন্দ্রে সঠিক সময়ে পরীক্ষা করাতে ব্যর্থ হয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক