গতকাল (শুক্রবার) থেকে ম্যাডাম খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে অনেক মানুষ হাসপাতালে ভিড় করছেন। অনেক জাতীয় নেতাদের ঘটা করে হাসপাতালে যাওয়া ও সেখানে অবস্থান করে গণমাধ্যম এ বক্তব্য দেয়াটাও অন্যদেরকে একই ধরনের কাজে উৎসাহিত করে।
সবার আবেগকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই—নেত্রী যখন নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন, তখন হাসপাতালে জোরপূর্বক প্রবেশের চেষ্টা, নিষেধাজ্ঞা অমান্য করে নিয়ন্ত্রিত কক্ষে ঢুকে যাওয়া বা যত্রতত্র ভিড় তৈরি করা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ নয়।
এ ধরনের কাজ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের চেষ্টা হতে পারে, কিন্তু এতে ম্যাডাম খালেদা জিয়া, অন্যান্য রোগী এবং হাসপাতালের স্বাভাবিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। এতে চিকিৎসা ব্যাহত হওয়া বা অন্য রোগীদের অসুবিধায় পড়া সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।
বিশেষ করে যদি কেউ ক্যামেরা বা মিডিয়ার সামনে উপস্থিতি নিশ্চিত করার জন্য এমন আচরণ করে থাকেন, তবে তা হাসপাতালে চিকিৎসাধীন সকলকে ঝুঁকির মধ্যে ফেলে—যা অত্যন্ত অন্যায় এবং গুরুতর অসদাচরণ। মহান আল্লাহ নেত্রীকে সুস্থ করে ফিরিয়ে দিবেন আমাদের সকলে সেই দোয়া করি। আমীন।
(ইশরাক হোসেনের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/বাজিত