রাজবাড়ীর পাংশার বাহাদুরপুরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
রবিবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনায় কবরস্থানের বাঁশের বেড়া দুরকম পুড়ে গেছে। বিজয় দিবসের মাসে এ ঘটনা স্থানীয় মানুষ ও মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে।
তারপুর জামে মসজিদের মোয়াজ্জিন ও কবরস্থানের কেয়ারটেকার শহিদুল ইসলাম বলেন, ‘ফজরের আজান দিতে যাওয়ার সময় আগুন দেখি। পরে মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এখানে বিদ্যুতের কোনো লাইন নেই। রাস্তা থেকে দূরে এই কবরস্থানটিতে পরিকল্পিতভাবেই আগুন দেওয়া হয়েছে।’
বাহাদুরপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সো. সমসের আলী বলেন, ‘১৯৭১ সালে দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছি। এখন আমাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন দেওয়া অত্যন্ত দুঃখজনক। ১৯৭১ সালের পরাজিত শক্তিই এমন কাজ করেছে বলে মনে করি।’
বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজীব হোসেন জানান, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্তে থানা পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
বিডি-প্রতিদিন/সুজন