মাগুরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সরকারি সাব রেজিস্টার অফিসের কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। গতকাল শুক্রবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।
মাগুরা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের প্রধান আসমা আক্তার বলেন, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা পেছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করায় কম্পিউটার, আসবাবপত্রসহ জমি-জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র পুড়ে গেছে।
অন্যদিকে সাব রেজিস্টার অফিসার শুভ্রা রানী দাস বলেন, সাবরেজিস্টার কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলে কার্যালয় সংলগ্ন দলিল লেখকদের অফিসসহ সাব রেজিস্টার কার্যালয়ের নিচতলা পুড়ে গেছে। এতে অনেক প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে গেছে।
মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন লিডার মোহাম্মদ আলিম মোল্লা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পেট্রোল বোমা নিক্ষেপ করে এ অগ্নিসংযোগ করা হয়েছে। আগুনে পুড়ে যাওয়ায় দুটি প্রতিষ্ঠানের দলিল ও প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র, কম্পিউটার পুড়ে গেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, তদন্ত কমিটি করে এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিস অফিসকে জানালে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।'
বিডি-প্রতিদিন/এমই