মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, স্কুল ফিডিং কার্যক্রম, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলার ভাগ্যকুলে সরকারি শিশু পরিবার (বালক) প্রাঙ্গণে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ এম এ জলিল। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. মো. ইদ্রিস আলী।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনজন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই সময়ে সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে দুধ ও ডিম বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ