মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রাজনগর গ্রামে পানিতে ডুবে লাবিব (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লাবিব রাজনগর মল্লিকপাড়ার জমিরুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, দুপুরে লাবিব পুকুরপাড়ে খেলছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত পা পিছলে সে পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে পরিবার ও প্রতিবেশীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে পুকুরে লাবিবকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহিনুর রশিদ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি একটি দুর্ঘটনা। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল