কুমিল্লা সরকারি মহিলা কলেজের ২০২৬ সনের শিক্ষক পরিষদ নির্বাচন রবিবার কলেজের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন সম্পাদক পদে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহজাহান।
যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবুল বাশার খন্দকার। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. এসএম মোজাম্মেল হোসেন। কোষাধ্যক্ষ পদে দর্শন বিভাগের প্রভাষক মো. হোসনি মোবারক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এই নির্বাচনে কলেজে কর্মরত ৬৪ জন শিক্ষকের সকলেই ভোট প্রদান করেন। নির্বাচনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক প্রফেসর শাহনাজ সুলতানা নির্বাচন কমিশনার ছিলেন।
নবনির্বাচিত সম্পাদক মোহাম্মদ মহসীন বলেন, কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ মহোদয়ের দিক নির্দেশনায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে আগামী দিনে সকলকে নিয়ে সততা ও সাম্যতার ভিত্তিতে দায়িত্ব পালন করবো। এজন্য সকল শিক্ষক-কর্মচারীর সহযোগিতা কামনা করছি।
কলেজ অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দীন আহমেদ বলেন, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এছাড়া নবনির্বাচিত শিক্ষক পরিষদের সফলতা কামনা করছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন