বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও প্রখ্যাত প্রাণী বিশেষজ্ঞ আদনান আজাদের পিতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আর নেই। তিনি ৩০ নভেম্বর মধ্যরাতে বগুড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুক্তিযুদ্ধের সময় উত্তরবঙ্গের বিভিন্ন গেরিলা অভিযানে আবুল কালাম আজাদের সাহসী অংশগ্রহণ আজও স্মরণীয় হয়ে আছে। রাজনৈতিক জীবনে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় ছিলেন। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপসহীন এক সংগ্রামী নেতা।
আবুল কালাম আজাদ বগুড়া জেলা বিএনপি’র প্রতিষ্ঠাকালীন কমিটির প্রচার সম্পাদক এবং বগুড়া মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাকালীন কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন সৎ, নীতিবান ও সফল একজন ব্যক্তিত্ব।
তার মৃত্যুতে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন আদনান আজাদ ও তার পরিবারের সদস্যরা।
বিডি প্রতিদিন/মুসা