রংপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশে বক্তারা বলেছেন, আবারো একাত্তরের পরাজিত শক্তিরা মাথাচাড়া দিয়ে উঠছে। দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না।
শনিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধ সাদেক আহমেদ খান। বংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ড আহবায় বীর মুক্তিযোদ্ধা আনছার আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মনসুর আলী সরকার, সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ হিল সাফি, মানিকগঞ্জ ইউনিক কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বগুড়া জেলা ইউনিট কমান্ড আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান বলেছেন, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডদের সর্বদা প্রস্তুত থাকার আহবান জানান।
সমাবেশে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ৬ শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম