বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বানে ৫ দফা দাবি আদায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কর্মচারী সমন্বয় পরিষদের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের শহরের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ করে।
সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে এবং জেলা সাংগঠনিক সম্পাদক কাজী হাফিজুল ইসলাম নাছুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আরশাদুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য রাখেন কালেক্টরেট নন গেজেট কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি কামরুল ইসলাম ভূঁইয়া, সংগঠনের সহ-সভাপতি ইকবাল হোসেন সফিক, আবু কাউছার, সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মো. আশরাফ আহমেদ, সমাজসেবা কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মান্নান, মেডিকেল টেকনোলজিস্ট এর সভাপতি জহিরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী সভাপতি আমির হামজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী সভাপতি মো. মনির, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সভাপতি এবং জেলা কমিটির সিনিয়র সহসভাপতি হাজী মো. আব্দুল্লাহ, সদর হাসপাতাল কর্মচারী সমিতির সভাপতি আব্দুল মোমেন, পানি উন্নয়ন বোর্ড কর্মচারী সভাপতি মো. ইসমাইল প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ কর্মচারীদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং ১ জানুয়ারি থেকে কার্যকর করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, টাইম স্কেল, সিলেক্টশণ গ্রেড শতভাগ পেনশন প্রথা পুনর্বহালসহ সচিবালয়ের মত এক এবং অভিন্ন নিয়োগবিধি প্রনয়ণে, জাতীয় সার্ভিস কমিশন গঠন। ন্যায্যমূল্যের মানসম্মত রেশন প্রদান, ব্লকপোস্ট সমূহে পদোন্নতি বিভিন্ন দাবি জানান।
সমাবেশে বক্তারা দাবি আদায় না হলে প্রয়োজনে বৃহত্তর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
বিডি-প্রতিদিন/তানিয়া