বাগেরহাটের শরণখোলায় প্রতারণার মাধ্যমে ওষুধ ব্যবসায়ী, চিকিৎসকসহ একাধিক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা উধাও হেলথ কেয়ার ফার্মাসিউক্যাল নামের ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। গত রবিবার (২৩ নভেম্বর) সুদীপ্ত বিশ্বাসের ওই বিক্রয় প্রতিনিধির দেখা পাওয়া পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সুদীপ্ত বিশ্বাস মাগুরার সদর উপজেলার গাংনালিয়া ইউনিয়নের মালন্দ গ্রামের দ্বিদল বিশ্বাসের ছেলে। তিনি চার বছর ধরে হেলথ কেয়ার ফার্মাসিউক্যালসের বিক্রয় প্রতিনিধি হিসেবে শরণখোলায় কর্মরত অবস্থায় চিকিৎসক, ওষুধ ব্যবসায়ীসহ স্থানীয়দের সঙ্গে তার সখ্য গড়ে তোলে। সেই সুযোগ কাজ লাগিয়ে গত এক মাসে বিভিন্ন ওষুধ ব্যবসায়ীসহ একাধিক ব্যক্তি ও চিকিৎসকের কাছ থেকে টাকা হাতিয়ে নেন।
শরণখোলা হাসপাতাল রোডের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্মরত ডা. শুভেন্দু বিশ্বাস অভি জানান, এক সপ্তাহ আগে তার কাছে ২৫ হাজার টাকা ধার চান চার সুদীপ্ত। পরে তিনি নগদ ১৫ হাজার এবং বিকাশের মাধ্যমে আরো ১০ হাজার দেন। এর দুদিন পরই শুনতে পান সুদীপ্ত পালিয়েছে।
শরণখোলা কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির সাধারণ সম্পাদ ওলিউর রহমান রিপন বলেন, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের বিক্রয় প্রতিনিধি সুদীপ্ত বিভিন্ন ব্যক্তির থেকে ১০ লাখ টাকাও বেশি হাতিয়ে নিয়েছেন। দীর্ঘদিন এরাকায় কাজ করার সুবাদে সবাই তাকে বিশ্বাস করেছেন। এভাবে টাকা নিয়ে পালিয়ে যাবে তা কেউ বুঝতে পারেনি। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। ধারণা করা হচ্ছে টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছে সুদীপ্ত।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল্লাহ বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইননি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/কামাল