‘দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এই আয়োজন শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বক্তব্য দেন।
এতে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ফরহাদ নোমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে উৎপাদন আরও বাড়বে এবং খামারিরা অর্থনৈতিকভাবে লাভবান হবে।
পরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, ভেড়া, দুম্বা, কুবতর-পাখি, বিড়াল-কুকুরসহ প্রাণিসম্পদ-সম্পর্কিত খাদ্য, ভ্যাকসিন, আধুনিক সরঞ্জামাদি ও বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয় প্রদর্শনীতে।
সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম ফরহাদ নোমান জানান, সাত দিনব্যাপী এই আয়োজনে উদ্বুদ্ধকরণ, সভা-সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি