কুমিল্লার লাকসাম উপজেলায় ভূমি অফিসের আওতাধীন ৬৪টি গাছ ও ২টি পুরনো স্থাপনার প্রকাশ্যে নিলাম সম্পন্ন হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ নিলাম অনুষ্ঠিত হয়।
নিলামে গাছের ভিত্তিমূল্য ছিল ২,৯৬,৯২৭.৫০ টাকা। সর্বোচ্চ দরদাতা মো. জাহিদুল ইসলাম ৩,৩০,৫০০ টাকায় গাছগুলোর নিলাম পান। অন্যদিকে স্থাপনার ভিত্তিমূল্য ১,৫৩,৫৭৬ টাকা হলেও সর্বোচ্চ দর হিসেবে মহিন উদ্দিন ৩,২০,৫০০ টাকায় দুইটি পুরনো ঘরের নিলাম লাভ করেন।
উপজেলা নিলাম কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার সভাপতিত্বে ও নিলাম কমিটির সদস্য সচিব সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমার সঞ্চালনায় নিলাম অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা বনকর্মকর্তা মোয়াজ্জেম হোসেন খন্দকার ও হেড এসিস্ট্যান্ট মোস্তফা কামাল।
নিলাম শেষে সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা জানান, নিলাম সম্পূর্ণ নির্ঝঞ্ঝাটভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই উপযুক্ত মূল্য পাওয়া গেছে বলে তিনি সন্তোষ প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/হিমেল