দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে হাসান আহমেদ জাবেদ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে কুলাউড়া শহরের একটি রেস্টুরেন্টে ব্যবসায়ী ঐক্য ফোরাম মৌলভীবাজার এ আয়োজন করে।
সভায় প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ তার প্যানেলের সব সদস্যকে পর্যায়ক্রমে পরিচয় করিয়ে দেন। প্যানেলের সদস্যরা হলেন মো. আব্দুল মুকিত, আবুল কালাম বেলাল, তোফায়েল আহমদ তুয়েল, সাইফুল ইসলাম টুটুল, হায়দার হোসাইন, আনিছুজ্জামান বায়েছ, এমরোজ আহমেদ, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহফুজ, রাহিদ আহমেদ জাকির, হানিফ মোহাম্মদ খান, মো. দেলোয়ার হোসেন, সালমান আহমেদ জুমান, মির্জা সোহেল বেগ, প্রণব পাল, মো. রুবেল মিয়া ও মো. মশিক মোল্লা।
জেলা শিল্পকলা একাডেমির ইন্সট্রাকটর সুস্পিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুলাউড়া আসনের ধানের শীষের প্রার্থী শওকতুল ইসলাম শকু, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীসহ অন্যরা।
সভায় প্যানেলের নির্বাচনি অঙ্গীকার ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। পরিকল্পনার মধ্যে রয়েছে- ট্যাক্স, ভ্যাট, ব্যাংকিং, ভোক্তা অধিকার ও বাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোতে চেম্বারের সরাসরি প্রতিনিধিত্ব নিশ্চিত করা। চাকরির পরিবর্তে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা ও প্রবাসী তরুণদের স্থানীয়ভাবে বিনিয়োগে উৎসাহ ও নিরাপত্তা।
এছাড়া পরিকল্পনার মধ্যে রয়েছে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে বিসিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা এবং শেরপুরের শ্রীহট্ট ইকোনমিক জোনকে দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি। বলা হয়, নারী উদ্যোক্তাদের বিকাশে আলাদা মহিলা চেম্বার স্থাপনের পরিকল্পনা রয়েছে। শহরের যানজট সমস্যা সমাধানে আলোচনা করে পণ্যবাহী ট্রাকের লোড-আনলোডের নির্দিষ্ট সময় নির্ধারণ করা হবে।
সভায় প্যানেল প্রধান হাসান আহমেদ জাবেদ বলেন, ব্যবসায়ীবান্ধব চেম্বার গড়া আমাদের প্রধান অঙ্গীকার। কেউ যেন ট্যাক্স, ভ্যাট, ও ভোক্তা অধিকার সংস্থায় হয়রানির শিকার না হন সেজন্য ব্যবসায়ীদের সরাসরি প্রতিনিধি হয়ে কাজ করবো।
আগামী ১১ ডিসেম্বর জেলা সদরের দক্ষিণ কলিমাবাদে অবস্থিত চেম্বার ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/এমই