স্প্যানিশ লা লিগায় টানা হারের পর উয়েফা চ্যাম্পিয়নস লিগেও ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোর পর বুধবার ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে জাবি আলোন্সির দল। রদ্রিগোর গোলে পিছিয়ে পড়ার পর নিকো ও’রাইলির গোলে সমতায় ফেরে সিটিজেনরা। পরে স্পট কিকে জয়সূচক গোল করেন আর্লিং হলান্ড। ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা তাদের টানা দ্বিতীয় হার। আর এতে মাঠেই ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকরা। বুধবার রাতে ম্যাচ শেষে রীতিমতো গ্যালারি থেকে দুয়ো ও শিস দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রিয়ালের ঘরের দর্শকরা। এবার হয়তো চাকরি বাঁচানোই কঠিন হবে আলোন্সির। ঘরোয়া লিগেও স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই পয়েন্ট হারিয়েছে তারা। রবিবার ঘরের মাঠে সেল্টা ভিগোর কাছে হেরে লা লিগা শিরোপা জয়ের দৌড়ে বার্সা থেকে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল। এবার চ্যাম্পিয়নস লিগে হারে পয়েন্ট টেবিলের সাতে জাবি আলোন্সির দল। ছয়টি ম্যাচের মধ্যে চারটিতে জিতে ১২ পয়েন্টে রয়েছে তারা। ম্যানসিটির জন্য এটা দারুণ এক জয়। রিয়ালকে হারিয়ে তারা শীর্ষ চারে উঠে এসেছে। ছয় ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩। অন্যদিকে লা লিগায় ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। সব মিলিয়ে রিয়ালের কোচ জাবি আলোন্সির চাকরি যায় যায় অবস্থা। ঘরের মাঠে ম্যাচ হারলেও দলের প্রতি আঙুল তোলার কোনো জায়গা দেখছেন না রিয়াল কোচ আলোন্সি। কেননা সিটির বিপক্ষে গোলের বেশি সুযোগ তৈরি করেছে রিয়াল। আক্রমণও করেছে অনেক। কিন্তু গোলমুখে কার্যকর হয়েছে সামান্যই। তবে দল যেভাবে লড়েছে তার প্রশংসাই করেছেন কোচ। আর হারের পর দর্শকদের এমন প্রতিক্রিয়াকে ভালোবাসা হিসেবেই দেখছেন তিনি, ‘ঘরের মাঠে না জিততে পারলে এসব (দুয়ো) হতেই পারে। ম্যাচজুড়ে সমর্থকদের প্রাণশক্তি আমরা অনুভব করেছি। দলের যখন প্রয়োজন ছিল, দলকে তারা উজ্জীবিত করেছে। ম্যাচ শেষে যদি তারা দুয়ো দিয়ে থাকে, আমরা সেটার কারণ বুঝতে পারছি এবং মেনে নিচ্ছি। এখানে প্রত্যাশা সব সময়ই অনেক উঁচুতে।’