পেশাদার ফুটবল লিগে এবার কোন ক্লাব শিরোপা জিতবে তা বলার সময় এখনো আসেনি। ১০ ক্লাবের পাঁচটি করে ম্যাচ শেষ হয়েছে। প্রথম লেগে পাঁচ ও দ্বিতীয় লেগে পুরো ৯টি করে ম্যাচ বাকি রয়েছে। এত খেলার মধ্যে যে কোনো ফল হতে পারে। তাই শিরোপার প্রসঙ্গ ওঠাটা এখন বেমানানই বলা যায়। তবে আজ যদি বসুন্ধরা কিংস নিজেদের ষষ্ঠ ম্যাচ জিতে যায় তাহলে প্রথম লেগে তাদের শীর্ষ থাকা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। বিকাল সাড়ে ৫টায় বসুন্ধরা কিংস অ্যারিনায় পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের বিপক্ষে। হোম ম্যাচে জিতলে তপু বর্মণদের পয়েন্ট দাঁড়াবে ছয় ম্যাচে ১৫। তখন তাদের খেলা বাকি থাকবে পুলিশ, আবাহনী ও ফকিরেরপুলের বিপক্ষে। আবাহনী এখনই কিংসের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে গেছে। মোহামেডান হারলে তারাও ১০ পয়েন্ট পিছিয়ে যাবে।
রহমতগঞ্জ ১০ পয়েন্ট নিয়ে কিংসের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও তা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। তা ছাড়া পুরান ঢাকার দলটির যে পাঁচ ম্যাচ বাকি রয়েছে সেখানে পয়েন্ট হারানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আবাহনীর বিপক্ষে ম্যাচটি নিঃসন্দেহে কিংসের জন্য চিন্তার। কিন্তু যে গতিতে তারা এগিয়ে যাচ্ছে তাতে পুলিশ কিংবা ফকিরেরপুল চ্যালেঞ্জ জানানোর মতো দল না। প্রথম লেগে এগিয়ে থাকা মানে দ্বিতীয় লেগে আত্মবিশ্বাস বেড়ে যাওয়া। প্রশ্ন হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে বসুন্ধরা কিংস জিততে পারবে কি না?
কেননা মোহামেডানই একমাত্র দল যারা লিগে কিংসের বিপক্ষে সবচেয়ে সফল। এটা ঠিক দলীয় শক্তি ও পারফরম্যান্স বিচার করলে কিংসকেই ফেবারিট বলা যায়। মৌসুমে প্রথম ট্রফি চ্যালেঞ্জ কাপ ফাইনালে মোহামেডানকে ৪-১ গোলে হারিয়ে কিংস চ্যাম্পিয়ন হয়েছিল।
তবে টুর্নামেন্ট ও লিগ ম্যাচে পার্থক্য রয়েছে। ২০১৮-১৯ মৌসুমে অভিষেকের পর বসুন্ধরা কিংস চারবার লিগে হেরেছে মোহামেডানের কাছে। গত লিগে অ্যাওয়ে আর হোম দুই ম্যাচই মোহামেডান জিতেছে। তার আগে আরও দুবার। হোম ভেন্যু কিংস অ্যারিনায় কিংস প্রথম হারের স্বাদটি পেয়েছে মোহামেডানের কাছে। করোনার সময় যেবার লিগ স্থগিত হয় সেবারও মোহামেডান হারায় কিংসকে। সুতরাং আজ সেই প্রতিপক্ষের বিপক্ষে কি যে করে তা নিয়ে কিংস সমর্থকদের দুঃশ্চিন্তা থাকাটা স্বাভাবিক। আবার এটাও দেখতে হবে বিপর্যস্ত মোহামেডান আজ অপ্রতিরোধ্য কিংসের সামনে কতটুকু সুবিধা করতে পারবে। দলের ফুটবলাররা বকেয়া অর্থ না পাওয়ায় হতাশার মধ্যে আছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্লাবে অস্থিরতা বিরাজ করছিল। টাকা না পাওয়ায় কয়েকজন খেলোয়াড় মাঠেই নামতে চাচ্ছেন না।
কিংস যদি এসব ভেবে মোহামেডানকে সহজ প্রতিপক্ষ ধরে নেয় তাহলে ভুল করবে। কেননা সাদা-কালোর খেলোয়াড়রা বলছেন, বেতন নিয়ে জটিলতা থাকলেও এসবের প্রভাব মাঠে পড়বে না। আমরা সেরাটা দিয়ে খেলব। যার প্রমাণ দিয়েছে আগের ম্যাচে স্যামুয়েল বোয়াটেংয়ের হ্যাটট্রিকসহ পিডব্লিউডিকে ৪-০ গোলে হারানোটা। কিংস এবার লিগে একমাত্র হোঁচটি খেয়েছে পিডব্লিউডির সঙ্গে ড্র করে। লিগের শেষ দুই ম্যাচে ১০ গোল করে কিংস এখন বড্ড আত্মবিশ্বাসী। আক্রমণভাগে ডরিয়েলটন ও সানডে আস্থার পরিচয় দিচ্ছেন। ফাহিম, রাকিবরাও দুর্দান্ত। তবে প্রতিপক্ষটা আজ মোহামেডান বলেই কিংস সমর্থকদের যত ভয়। অধিনায়ক তপু বর্মণ বলছেন, ‘ধারাবাহিকভাবে আমরা ভালো খেলে এগিয়ে যেতে চাই।’ সত্যি বলতে কি সেই সামর্থ্য বা শক্তি তাদের রয়েছে। কিন্তু মোহামেডান তো ফেলে দেওয়ার মতো দল নয়।
বেতন জটিলতা বা যতই সমস্যা থাকুক না মোহামেডান আজ মাঠে নামবে এবং জেতার জন্য শেষ মিনিট পর্যন্ত লড়ে যাবে। তারা জানে আজ জিতলে শিরোপা রেসে টিকে থাকতে পারবে। বোয়াটেং, মোজাফফরভ, মেহেদীরা ঝিমিয়ে থাকবেন তা ভাবাটাও ভুল হবে। কিংস অভিষেকের শুরুর দিকে না হলেও গত কয়েক বছরে মোহামেডানই তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। দুই দলের লড়াই পরিণত হয়েছে মর্যাদার। দেখা যাক বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নদের মধ্যে কারা আজ হাসবে বা কাঁদবে?