নওগাঁর বদলগাছীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অস্বচ্ছল নারীদের সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘ বদলগাছী শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন শুভসংঘের প্রধান উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি এমদাদুল হক দুলু, সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মূসা, সেলাই প্রশিক্ষক সেলিনা দিল আফরোজসহ উপজেলা বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত ১৫ জন উপকারভোগী নারী।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ইসরাত জাহান ছনি বলেন,‘বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ অত্যন্ত মহৎ। নারীরা সংসারের সব কাজ সামলে ঘরে বসেই সেলাইয়ের মতো আয়ের পথ তৈরি করতে পারেন। ইচ্ছাশক্তি থাকলে তারা রাতেও কাজ করতে পারবেন। শুভসংঘ শুধু প্রশিক্ষণই দিচ্ছে না—সেলাই মেশিনও প্রদান করবে। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের আত্মনির্ভর করে তোলার আহ্বান জানাই।’
বিশেষ অতিথিরা বলেন, ‘শুভসংঘ বহুদিন ধরে মানবিক কাজে যুক্ত রয়েছে। সেলাই মেশিন পাওয়ার পর অনেকেই বিক্রি করে ফেলেন, যা ঠিক নয়। সহযোগিতাটি যেন সত্যিকার অর্থে নারীদের স্বাবলম্বী হতে কাজে লাগে—এটাই আমাদের প্রত্যাশা।’
বসুন্ধরা শুভসংঘের আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে ১৫ জন অস্বচ্ছল নারী ধাপে ধাপে দক্ষ সেলাই প্রশিক্ষণ গ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/আশফাক